পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

প্রসংগ ১৪ই ডিসেম্বর - কি ভীষণ দূরদর্শীতার নিকৃষ্ট উদাহরণ

দূরদর্শীতায় কষ্টকর অভিভূত হতে বাধ্য হই। কি ভয়াবহ দূরদর্শী ছিল আলবদর আলশামসের পিশাচরূপী তরুন যুবক কর্মীগুলো সেদিন ১৯৭১ এর রক্তঝরা সনের ১৪ই ডিসেম্বর।
বুঝে গিয়েছিল পশ্চিম পাকিস্তানের দোষর হীনমনস্ক সংগঠনগুলো- অখন্ড পাকিস্তান আর হচ্ছেনা। বুঝে গিয়েছিল বাঙ্গালীর প্রাণপণ লড়াইয়ের কাছে নারীলিপ্সু আমুদে পাকি সৈন্যরা আর পারছেনা। বুঝে গিয়েছিল সবুজের মাঝে রক্তিম সূর্যের উদয় ঐ এলো বলে। আর তাই সুচতুর হায়েনার মত আঁধারে পরিকল্পনার জাল বিছিয়ে তারা রচে গেলো কুখ্যাত দূরদর্শী আত্মসুখের পথ।

উট পাখির নয়, মানুষের জীবন চাই - এভাবে উটপাখিকে অপমান না করলেও হতো!



আলোচনা বা সমালোচনার পূর্বে টিভি মিডিয়াগুলোতে সাম্প্রতিক দৃশ্যমান প্রথম আলো পত্রিকার বিজ্ঞাপন চিত্রটি ইউটিউবের বদৌলতে নিচে একটু মনোযোগ দিয়ে আসুন আরেকবার দেখে -শুনে নেই।