পৃষ্ঠাসমূহ

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

বাবার লেখা একটি ছন্দ কবিতা

এই দেশে
শেখ আব্দুল আজিজ

শাপলা শালুক কলমি ভাসে
এই দেশেরই ঝিলে।
ঝিনুক শামুক মৎস থাকে
এই দেশেরই বিলে।
দোয়েল কোয়েল পাপিয়া গায়
এই দেশেরই কুঞ্জে;

আমার বাবার একটি কবিতা স্মরন করি আজ বাবার ৫ম মৃত্যুবার্ষিকীতে

সময়টা ২০০৭ সাল। আজকের দিন-১২ই ফেব্রুয়ারী তখন আমি কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল‌্যান্ডিং স্টেশনের দুই দুটি পদে দায়িত্ব পালন করছিলাম। খবু প্রভাতেই মুঠোফোনের তরঙ্গে খবর এল বাবা ভীষণ অসুস্থ । হাসপাতালে নেয়া হয়েছে। আমাকে দ্রুত ঢাকায় আসার জন্য জানানো হলো। আমি অস্থিরতার দিকে ধাবমান। অফিসে জানালাম। ছুটি দিতে নারাজ আমার উর্ধ্বতন অফিসার। আরও উপরের এককর্তা ব্যক্তিকে ঢাকায় জানালাম। গ্রীন সিগন্যাল পেতেই তড়িঘড়ি করে ব্যস্ত হলাম ঢাকায় ফেরার...ফোনে খোঁজ নিচ্ছি মাঝে মাঝে বাবার অবস্থার। ভাল ঠেকছেনা। ঠিক বুঝতে পারছিনা। ঢাকাগামী ডাইরেক্ট বাস সব আরও আগেই চলে গেছে। জিএমজি এয়ারলাইনস এর টিকেট পেলাম। এক ঘন্টার কম সময়েই আকাশ পথে ঢাকায় নামলাম যখন তখন দুপুর ২/৩টার মত বাজে। ...এয়ারপোর্ট থেকে সরাসরি চলে গেলাম সোহরাওয়ার্দি হাসপাতাল। ...দেখেই বোঝা গেলো সেটা বাবার মৃত্যুশয্যার মত। নিশ্চুপ নিথর...কেবল আত্মাটা সচল তখনো। একবার চোখ মেলে দেখেছিলেন আমাকে। ঐ একবারই । তারপর রাত ৮টার দিকে আমার হাতের উপর ঢলে পড়লেন , মারা গেলেন আমার বাবা মাত্র ৫৯ বছর বয়সে।