পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

মোর‌্যাল সিনোপসিস!

মফস্বলের যে এলাকায় বড় হয়েছি সে পাড়াতেই এক পাড়াত ছোট ভাই ছিল, ভীষন অনুরক্ত ছিল আমার। দেখা মাত্রই, শ্যামল দা, শ্যামল দা বলে ভক্তির রসে বাতায়ন সিক্ত করে তুলত। মাঝে মাঝে তার অতি ভক্তি বিরক্তির উদ্রেগ করলেও তাকে যে আমি অপছন্দ করতাম না সে বিষয়ে আমি নিঃসন্দেহাতিত। ছেলেটার মাঝে কিঞ্চিৎ বাউন্ডুলে ভাব ছিল এবং সামান্য লেখালেখিরও প্রচেষ্টা ছিল। আমি তাকে যথাসাধ্য জ্ঞান দান করতাম কারণ সে আমার কাছে তা প্রার্থনাও করত। তারপর আমি বহু কষ্টে মধ্যপ্রাচ্যে একখানা চাকুরী জুটিয়ে যখন পাড়ি দিলাম, বিদায়ের সময় তার  করুণ চেহারাটা  আমার কাছে অম্লান স্মৃতি হিসেবে রয়ে গিয়েছিল।

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

প্রথম ঢাকা বাস ম্যাপ

First Bus Map of Dhaka


'First Bus Map of Dhaka' -ঢাকায় বাসের প্রথম মানচিত্র--বিষয়টি এবং মানচিত্রটির অনলাইন পিডিএফ ভার্সনটি   দীর্ঘদিনের পরিচিত অনুজ একটিভিস্ট মুনতাসির মামুন ইমরান  এর মাধ্যমে দৃষ্টিগোচর হ্ওয়া মাত্রই বেশ আনন্দিত হয়েছি।

নিঃসন্দেহে উদ্যেগটি প্রশংসার দাবিদার। বিশেষত মনে রাখতে হবে এ ধরনের উদ্যেগ আমাদের দেশে অবশ্যই প্রথম এবং ঢাকার মত প্রায় বসবাস অযোগ্য একটি অতিমাত্রায় জনবহুল এবং অব্যবস্থার বেড়াজালে আবদ্ধ রাজধানী শহরের জন্য এটি অভাবনীয় এবং প্রয়োজনীয়তো বটেই।


বাসরুট মানচিত্রটির একাংশ

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

প্রকাশিত হয়েছে আমার চতুর্থ গল্পগ্রন্থ 'প্রান্তিক বাঁকে বিম্বিত দৃশ্যাবলী'

এক পা দু’পা করে চলে যায় মন কাছ থেকে বহুদূর...
কোন প্রান্তিক দিগন্তের কাছে কোন প্রান্তিক বাঁকে
ধরা পরে চোখের আয়ানায় কতশত দৃশ্যের প্রতিবিম্ব।
প্রান্তিক বৃত্তে আলো-ছায়ার খেলা চলে নিরন্তর, আর
তাই প্রতিবিম্ব কখনও পূর্ণ আর কখনওবা অসম্পূর্ণই...
... সেইসব পূর্ণ বা অসম্পূর্ণ দৃশ্যগুলোই মনের মাধুরী সংযোগে হয়ে উঠেছে ‘প্রান্তিক বাঁকে বিম্বিত দৃশ্যাবলী’ গল্প সংকলনের এক একটি গল্প।

মোট ১১টি গল্পের সমাহার ঘটেছে আমার এই ৪র্থ গল্পগ্রন্থে। গল্পগুলো লেখা হয়েছে ২০১১-২০১৩ সালের মধ্যে।