পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

আমার কবিতা

মাঝে মাঝে অাজও কবিতা লেখার চাপ অাসে,
মাঝে মাঝে অাজও ঘুনে পোকা তাড়ানোর সাধ অাসে,
ঐ দেখা যায় মিথ্যেগুলো ঐ পড়েছে মুকুট

কবিতা অামার শোনাব যারে সেই যদি হয় কালকূট!
সেইভেবে কি কবিতা তোমায় ত্যাগ করা যায় অাদৌ
ঘুনে পোকা সব ছন্দ যদি একাই গেলে তাতেও...
তবুও ভয়-শব্দ সংহার সংশয়!

তার চেয়ে ঢেড় লুকিয়ে থাকো, মনেই কর সংসার...
হেলাল হাফিজও 'যুগল জীবন' এ বলেছিলেন একবার-

"কষ্টে-সৃষ্টে আছি
কবিতা সুখেই আছে,–থাক,
এতো দিন-রাত যদি গিয়ে থাকে
যাক তবে জীবনের আরো কিছু যাক।"

যাক রাত যাক! কবিতা বাইরে অাসুক নাইবা
খাক ভেতরেই ঘুরপাক।
আমি আর আমার কবিতা
নির্ঘুম রাত, দুজনাই নির্বাক।

১/১১/২০১৭

1 টি মন্তব্য: