পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

মূলত:


কে দেখেছো একক শিলা বৃষ্টি
মানে একটি শিলা খন্ড মাত্র
কোন এক একক বৃষ্টি ঝড়ে?
কখনই মনে পড়ে?

বালুর নদীতে কি নৌকা চলে!
শিলারা নামে দলে দলে
অাহা! শিলার দল, নৃত্য রত গলিত ঠান্ডা জল
গলে গেলেই ভুলে যায় মাটি
জরো করা বালুতে বাঁধা শক্ত অাঁটি
ভঙ্গুর, ঝরঝরে, উড়ে চলে
এক চোখা উঠতি চিল...
চারপাশে তোমার করে কিলবিল
একদল বালুর সৈন্য
বনভোজনে রত যখন স্বয়ং অরণ্য
তখন গলে যাওয়া শিলার দল চেয়ে থাকে
তোমার পানে
তখন তুমি ভুলে গেছো মেতে মায়াবী গানে
একদিন তো অরন্যও গেয়েছিলো
অাজ অরণ্যে জ্বালালে উনুন
একদিন তো অরণ্যের গাছগুলোও মিত্র ছিলো...
অার তাই চিল চোখেও চাহুনী করুন
তাই বলে তুমি সেই চিল হয়ে যাওনি
হয়েছো গলিত জল, বালুর অাঁটি;
ভিজুক বা শুকনো যেমনি হোক
পদতলে যা মাড়াও তা মূলত মাটি।

১৭/২/১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন