পৃষ্ঠাসমূহ

সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য ০০৪

এই ট্রেনগুলোর মাথা এবং লেজ পরিবর্তনশীল
যাহা এখন মাথা তাই  উল্টো পথে লেজ
এই ট্রেন গুলো বিদ্যুতে চলে
অথচ নিকট অতীতে সকল ট্রেনেরই মাথা ও লেজ ছিলো ফিক্সড
সেগুলো  চলতো কয়লা অথবা তেলে।


এই যা এ কি ভাবনা মনে
কিসের সাথে কি যাচ্ছে মিলে
কোথায় ট্রেন অার কোথায় মানুষ!

অামার প্রিয় জন্মভূমিতে ট্রেনের বড় বড় জংশন অাছে
সেখানে উল্টো পথে ট্রেনের মাথা লেজ খুলে জোড়া দেয়া হয়,
সেখানে
ট্রেন বিদ্যুতে চলার মত প্রযুক্তিগত অাপডেট এখনও হয় নি,
অথচ মানুষ কতেক সে প্রযুক্তি এডোপ্ট করে ফেলেছে
তারা অধিকাংশ সময় মাথা দিয়ে সামনে এগোয়
অার পা যুগলের বুদ্ধিতে চলে
ফলে
বিবেকের দংশন হয় না
গোল মাথা দ্রুতবেগে গড়িয়ে যায় অার নিরেট পায়ের বুদ্ধির সম্মুখে অদৃশ্য মানবতা পড়ে না ধরা।

(ট্রেন কাব্য ০০৪)
১২/২/১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন