পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য ০১০

ট্রেনের গলিতে ঠান্ডা বাতাস
বাহিরে বৃষ্টির না শোনা শব্দ
প্রতিজনের মনের ভেতর অন্তত একটা ভূবন নি:স্তব্ধ,
সে ভুবনে লুকিয়ে রাখে অজানা স্বপ্ন জীব
যে জীবের উদরে অসীম স্বপ্ন ক্ষুধা...
ট্রেনের দরজা খুললেই রিনিঝিনি শব্দ এসে ভুলিয়ে দেয় ব্যথা।
তারপর অাকাশ কুসুম ভাবনায়
লুকিয়ে ঠিক রাখা হয় স্বপ্ন জীব
অথচ তার একটা সরু গলির পথ অাছে লুকানো
যে পথের সাথে তোমার মনের নিরবিচ্ছিন্ন সম্পর্কটা বেশ অাজীব।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন