পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

মনে পড়ে

সব শকুনের বেরিয়ে পরা দাঁতগুলো মনে পড়ে
মনে পড়ে অর্থকড়ি পঁচা মাংস ভেবে ছোঁ মারার দৃশ্য
অথচ শকুনেরা আর আকাশে ওড়েনা

অথচ শকুনেরা শকুনীরা কেউ নয় আর অস্পৃশ্য।
মেন্দামারা বৃষ্টি এসে গায়ের দুর্গন্ধ ছড়িয়ে ছিলো বহুদূর
অথচ কড়া রোদ এসে গন্ধ দিয়েছে শুকিয়ে
বড় ছোট কাক আর ফিঙে উচ্ছিট্ট খেতে চায় সভ্যতা বিকিয়ে
তখনও শকুনের হলুদ দাঁতগুলো রোদের কাছে স্বর্ণ ঝলক
অর্থ লুন্ঠিত গর্তে গর্তে জমা পানিতে রোদ দেয় বলক
কাক আর ফিঙের গলা ব্যথা উপশম সেই ফোটা জলে,
আর শকুনেরা রাজসম প্রাসাদে বিশ্রাম করে
শকুন শকুনীর নাক ডাকা বেসুরো শব্দ মনে পড়ে...
নেংটি ইঁদুরের গর্তে একটি আদুরে আধুলী শকুনের কাছে
পঁচা মাংস না হয়ে পলায়ন সুখে বেহুশ হয়েছিলো
তাও মনে পড়ে
মনে পড়ে নেংটি ইঁদুর আধুলির দিকে তাকিয়েছিলো অনন্তকাল
অন্তত যতক্ষন শকুন শকুনীর ঘুম ভাঙেনি ততক্ষন,
মনে পড়ে ঘুম ভেঙেই আবার বের করতো শকুনেরা হলুদ হলুদ দাঁত
মনে পড়ে না কেবল আধুলিটি হুঁশ ফিরে বেচেছিলো কিনা!

২৩/৮/২০১৯
(মনে পড়ে)


স্থান: সাউথ ব্রীসবেন বাসওয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন