পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

চেনা

একদিন বাংলার সক্রেটিস সকাল সকাল নিউ মার্কেট কাঁচা বাজারের ভেতর দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি সামনের পথচারী লোককে থামিয়ে জিজ্ঞাস করলেন, ‘আরে রাজা দা, কেমন আছেন? আপনি কি আমাকে বলতে পারেন, একজন লোক তার সাথে কোন না কোন ভাবে পরিচিত বা জানাশোনা , বিখ্যাত বা সাদামাটা এমন অসংখ্য, অগনিত মানুষকে চেনে যারা কেউ তাকে চেনে না, এ অবস্থায় ঐ লোকটির স্মরণ শক্তি বেশি না যারা তাকে চেনে না তাদের স্মরন শক্তি কম?’
রাজা থমকালেন শুনলেন এবং উত্তরে বললেন, ‘বিষয়ডা কিন্তু এমনও হতি পারে যে ঐ লোকটি একটি অপদার্থ গোছের লোক যে জন্যি অন্যরা কেউ মনে রাখার কোন প্রয়োজনীয়তাই খুঁইজে পায় নি, আবার জাগতিক নিয়মে বিখ্যাতগো/কুখ্যাতগো সকলতি মনে রাখে অখ্যাতরে কেউ মইনে রাখে না... লোকটি অখ্যাতও হতি পারে.... এই ধরেন আপনি আমারে চিইনে নাম ধইরে সম্মোধন করতি পেইরেছেন, কিন্তু আমি কিন্তু আপনারে চিনতি পারিনি(!)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন